জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট শহর শাখার উদ্যোগে বাদ জোহর জয়পুরহাট শহর কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ফজলুর রহমান সঈদ।
এসময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, শহর শাখার নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, শহর শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, শহর শাখার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা
এছাড়াও শহরের বিভিন্ন মসজিদে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল নিহতদের শহীদের মর্যাদা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/