শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং নিয়মিত মামলার ওয়ারেন্ট মূলে দুইজনসহ মোট ৪জনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়।
২১ জুলাই (সোমবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার গাবতলী থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের অন্তর্গত হাতিবান্ধা হতে দূর্গাহাটাগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রিত অবস্থায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলাধীন গড়েরবাড়ী এলাকার মৃত-সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৫) এবং একই উপজেলার দূর্গাহাটা গ্রাম( স্হায়ী সাং পাররানীরপাড়া) এলাকার মোঃ মোখলেছ সারিদার এর ছেলে মোঃ মিলন মিয়া(২২)- কে গ্রেফতার করা হয়।
একই সময় পুলিশের অপর আরেকটি আভিযানিক দল অভিযান চালিয়ে নিয়মিত মামলার ওয়ারেন্ট মূল চকমোল্লা গ্রামের জসিমউদদীনের ছেলে রেজাউলকে এবং দূর্গাহাটা এলাকার মুকুলের ছেলে মনিরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল, মিলন, রেজাউল এবং মনিরসহ মোট ৪জনকে আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/