অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির জন্য বাহরাইনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ১৮ ও ২২ আগস্ট। আজ জাতীয় দল কমিটির সভায় ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
তবে এই দলের কোচ কে হচ্ছেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।
সভা শেষে কমিটির সদস্য ইকবাল হোসেন বলেছেন, ‘দুই-তিন দিনের মধ্যে কোচ ও খেলোয়াড়দের নাম চূড়ান্ত করে আমরা জানিয়ে দেব। কোচের ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। আরেকবার আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। এরপরই শুরু হবে ক্যাম্প।
হাভিয়ের কাবরেরা ও অ-২৩ দলের কোচ মিলে দল চূড়ান্ত করবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো।
একই সময়ে চলবে ফিফা উইন্ডো, সেসময় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সিনিয়র দল।
জাতীয় দলে থাকা ২৩ বছরের নিচের অধিকাংশ খেলোয়াড়কে রাখা হতে পারে অনূর্ধ্ব-২৩ দলে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/