ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাত্র ২১ মিনিট পর যান্ত্রিক গোলযোগের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইট বিজি১৪৮ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
কিন্তু যাত্রা শুরুর ২৭ মিনিট পর, সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। ফ্লাইটটিতে মোট ২৮৭ জন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানান, ফ্লাইট বিজি১৪৮ মূলত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসে সকাল ৭টা ১৫ মিনিটে। সেখান থেকে অভ্যন্তরীণ যাত্রায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও মাঝআকাশে যান্ত্রিক সমস্যার কারণে সেটি আবার ফিরে আসে।
“বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে-৮ নম্বর স্থানে রয়েছে। ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল, তা এখনও জানা যায়নি,” বলেন ইব্রাহীম খলিল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দর থেকে উড়িরচর উপকূলের কাছে পৌঁছে আবার ঘুরে ফিরে আসে। পুরো ফ্লাইটে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মান অনুযায়ী সব যন্ত্রাংশ পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/