জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিপন্ন প্রজাতির ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন।
আর কচ্ছপটি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে নিমাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যার সময় জেলার রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে নিমাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক নিমাই চন্দ্র ওই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বন্য প্রাণী সংরক্ষণ আইনে আটক নিমাই চন্দ্রকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তিনি জানান,কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কিনে বাড়িতে নিয়ে আসেন নিমাই চন্দ্র।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/