শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলাতে বৃদ্ধ শাশুড়ী জহুর বেগম(৬০)-কে ফেলে কৌশলে পালিয়ে গেছে পুত্রবধূ।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনের রাস্তা থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।
বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে না পাওয়ায় ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বৃদ্ধা জহুরা বেগম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জহুরার ছেলের বউ (পুত্রবধূ) মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকাতলায় ফেলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল।
তার পুত্রবধু তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধুর বাড়ি রংপুরে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, 'বৃদ্ধা জহুরা ভালো ভাবে সব বলতে পারছেনা।
জহুরা মানসিক ভাবে বিকারগ্রস্ত। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে'।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/