দেশে গত একদিনে এইডস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রামে ১৯ জন, ঢাকা সিটির বাইরে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনায় ১০ জন এবং রাজশাহীতে ১৬ জন।
এর আগে টানা তিনদিনে ডেঙ্গুতে তিনজন, চারজন ও একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা তিন শতাধিক ছিল।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৭০ জন। জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২৮ জনের, যা এই বছরের মধ্যে সর্বাধিক। জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন। এ সংখ্যা অনুযায়ী, ওই বছরের মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/