ফেসবুকে ১৫,০০০ মেম্বার অতিক্রম উপলক্ষে একটি বর্ণাঢ্য আয়োজন করেছে আমরা বাইকার গ্রুপ। শুক্রবার রাজধানীর পূর্বাচলের "The Hungry Duck Restaurant"-এ আয়োজন করা হয়। এই আয়োজনে প্রায় ১০০ জন বাইকার অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের স্পন্সর ReveX Bangladesh এবং Orbit Bike Service এর প্রতিনিধি বৃন্দ। তাদের সম্মানে ক্রেস্ট প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বাইকার পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বাইকার গ্রুপের এডমিন এসএম শাহীন আলম, শাহাদাত শুভ, মোহাম্মদ আখের উদ্দিন এবং সাজেদুল হক সজন। আরও উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটরবৃন্দ, যারা নিরলসভাবে গ্রুপ পরিচালনায় ভূমিকা রেখে চলেছেন।
আমরা বাইকার গ্রুপের এডমিন এসএম শাহীন আলম বলেন,খুব ভালো লাগছে আজকের এমন আয়োজন করতে পেরে। আমরা সাধারনত বাইকারদের সচেতনতা বৃদ্ধির জন্য গ্রুপে প্রচারনা করে থাকি বেশি করে। আমরা বাইকার গ্রুপের মূল উদ্দেশ্য হলো বাইকারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, গরীব ও অসহায় বাইকারদের সহায়তা, ট্রাফিক আইন মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করা এবং বাইক রাইডের মাধ্যমে বাংলাদেশকে দেশ-বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরা।
অনুষ্ঠানে এডমিনরা বাইকারদের সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা, সহানুভূতিশীলতা এবং বাইকিং সংস্কৃতির উন্নয়নে আমরা বাইকার গ্রুপের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেইসঙ্গে মডারেটর রাফি রহমানকে তার দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয় এবং পরে আগতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ যাত্রা শুরু করে মাত্র কিছুদিনেই এই গ্রুপ উল্লেখযোগ্যভাবে দেশের অন্যতম জনপ্রিয় বাইকার কমিউনিটিতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের শেষে এডমিন এস এম শাহীন আলম সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রুপের উন্নতির জন্য সকলের দোয়া কামনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/