বিমান বিধ্বস্তের ঘটনায় চরম মানসিক বিপর্যয়ে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো ক্যাম্পাসই আজ খুলছে না।
আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রোববার দিয়াবাড়ী ছাড়া বাকি চারটি ক্যাম্পাসে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও, শনিবার বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করে সব ক্যাম্পাস সোমবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
কাউন্সেলিংয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা এখনও ট্রমায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক মনোবিদ। তারা জানান, শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না, বারবার তাদের চোখে ভেসে উঠছে বিমান বিধ্বস্ত ও অগ্নিকাণ্ডের দৃশ্য।
গউল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ ছিল। এরপর দুই দিনের সরকারি ছুটি শেষে রোববার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পুনরায় তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার থেকে ক্লাস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/