তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ ২৭ জুলাই ২০২৫, শনিবার দুপুর ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়াল’ এর প্রচারণা অনুষ্ঠান।
বন্ধুত্ব, বিচ্ছিন্নতা ও তরুণদের আত্ম-অন্বেষণের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান।
প্রযোজক, গীতিকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ এবং গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সম্রাট প্রামানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পুরো কলাকুশলী দল। তাদের মধ্যে ছিলেন অভিনয়শিল্পী মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক ও রোশেন শরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও অন্যান্য প্রোডাকশন টিমের সদস্যরা।
অনুষ্ঠানটি শুরু হয় ‘উড়াল’ চলচ্চিত্রের টাইটেল গান পরিবেশনের মাধ্যমে। এরপর পরিচালক, প্রযোজক, গল্পকার ও অভিনেতারা উপস্থিত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং শুটিং চলাকালীন অভিজ্ঞতা শেয়ার করেন।
গল্পকার সম্রাট প্রামানিক বলেন, “উড়াল মূলত বন্ধুত্বের গল্প। এখানে দেখা যাবে, কীভাবে জীবনে গভীর সম্পর্ক গড়ে ওঠে, আবার কখনো হারিয়ে যায়। তরুণ-তরুণীরা নিজেদেরকে এই গল্পে খুঁজে পাবে।”
পরিচালক জোবায়দুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে উড়াল শুরু করা কল্পনাতীত।
গল্পকার ও প্রযোজক দুজনেই জবি শিক্ষক, অভিনয় করেছেন এখানকার শিক্ষার্থীরা। এমনকি গায়িকাও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাই এখান থেকেই প্রচার শুরু করছি।”
অভিনেতা মাহফুজ মুন্না বলেন, “আমরা কৃতজ্ঞ জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতি।
সিনেমাটি দেখলেই বোঝা যাবে আমরা সবাই কতটা শ্রম দিয়েছি। পরিচালক থেকে প্রোডাকশন বয় পর্যন্ত সবাই নিজের সেরা কাজটাই দিয়েছেন।”
তিনি আরও বলেন, “সুইট ড্রপস আমাদের সিনেমার স্পনসর। আজ তারা শিক্ষার্থীদের চা খাওয়াচ্ছে ‘একফোঁটা মিষ্টি’র মাধ্যমে, যা আমাদের সিনেমার বন্ধুত্বের প্রতীক।”
প্রশ্নোত্তর পর্বে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্র ফারদিন রহমান জানতে চান, প্রথম সিনেমা হিসেবে কাজের অভিজ্ঞতা কেমন ছিল।
জবাবে কলাকুশলীরা জানান, তারা ২২ দিন একসাথে থেকে শুটিং করেছেন, একই রুমে থেকেছেন এবং নিজেদের চরিত্রের নামেই একে অপরকে ডাকতেন— যাতে বাস্তবে বন্ধুত্ব গড়ে ওঠে।
নাট্যকলা বিভাগের ছাত্রী শাজহা জানতে চান, সিনেমার নাম ‘উড়াল’ কেন? উত্তরে সম্রাট প্রামানিক জানান, “তরুণদের উড়তে চাওয়ার প্রবণতা, স্বাধীন মানসিকতার প্রতীক হিসেবেই এই নামকরণ।”
পরিচালক জানান, এটি একটি ভিন্নধর্মী চলচ্চিত্র যা সাধারণ বাণিজ্যিক ধারার বাইরে। তিনি বলেন, “তরুণ প্রজন্ম এই সিনেমায় নিজেদেরকে খুঁজে পাবে—এমনটিই আমাদের প্রত্যাশা।”
চলচ্চিত্র ‘উড়াল’ আগামী ১ আগস্ট দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাই দর্শকদের পরিবার ও বন্ধুদের নিয়ে হলে গিয়ে ‘উড়াল’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/