জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সম্মিলন,পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহীদ মেহেদীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখানে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য গোলাম কবির, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, শহীদ রিতা আক্তারের মা রেহেনা বিবি, শহীদ বিশালের দাদা আব্দুল মতিন সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক হাসিবুল হক সানজিদ, জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, আসিফ মুনির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, সাজজাদ হোসেন, আয়েশা সিদ্দিকা তাওহীদা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের ও আহত জুলাই যোদ্ধাদের অন্তবর্তী সরকারের দেওয়া উপহার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। ম্যারাথন প্রতিযোগিতা ও সাইকেলিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
সেই সাথে পথ শিশুদের মাঝে নতুন জামা কাপড় দেওয়া হয়।গ্রাফিতি অংকনের বিজয়ীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। আর পৌরসভার পক্ষ থেকে রিক্সা চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/