মানিক মিয়া এভিনিউয়ে বেলুন উড়িয়ে, স্লোগানের ধ্বনিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ‘শেখ হাসিনার পলায়ন’ মুহূর্তটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২ টার পর একসঙ্গে আকাশে উড়ল ‘হেলিকপ্টারের আদলে’ শতাধিক বেলুন। সঙ্গে হাজারো মানুষের কণ্ঠে স্লোগান ওঠে- ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’।
এভাবেই মানিক মিয়া এভিনিউয়ে বেলুন উড়িয়ে, স্লোগানের ধ্বনিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ‘শেখ হাসিনার পলায়ন’ মুহূর্তটি উদযাপন করা হয়।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে গত বছরের আজকের এই দিনে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছর পর আজ ৫ আগস্ট সরকার পতনের এই দিনে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেন হাজারো জনতা।
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটির রাষ্ট্রীয় উদযাপন হচ্ছে । গান, কনসার্ট, ড্রোন শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় যৌথভাবে। এই অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত।
এই আয়োজনেই বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
দিনব্যাপী এই আয়োজন শুরু হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর দেশের গান পরিবেশনা দিয়ে। তারা একে একে পরিবেশন করে ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘যাঁদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’, ‘জারিগান’সহ কয়েকটি গান।
এরপর মঞ্চে আসে ‘কলরব শিল্পীগোষ্ঠী’। তারা পরিবেশন করে ‘তোমার কুদরতী পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।
কণ্ঠশিল্পী নাহিদ পরিবেশন করেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘৩৬ জুলাই’ গানগুলো।‘নোঙর তোল তোল’, ‘তুমি প্রিয় কবিতা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল’ ও ‘ধনধান্য পুষ্প ভরা’ গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাশফি।
এই আয়োজনে পর্যায়ক্রমে ব্যান্ডদল আর্টসেল, ওয়ারফেইজ, এবং শূন্য’র গান পরিবেশন করার কথা রয়েছে। এছাড়া স্পেশাল ড্রোন ড্রামাসহ নানা আয়োজন হওয়ার কথা আছে। সবশেষে মঞ্চে আসবে ব্যান্ড ‘আর্টসেল’।
অনুষ্ঠান সঞ্চালনায় আছেন জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, আসরের আজান ও নামাজের বিরতির পর জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় ‘আমরা করবো জয়’ গানটি পরিবেশন করবে বেসিক গিটার লার্নিং স্কুল।
সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজন করা হবে বিশেষ ড্রোন ড্রামা শো 'ডু ইউ মিস মি?'। ড্রামাটি লিখেছেন ‘দ্যা অ্যানোনিমাস’। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে প্রায় ২ হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/