বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনকালীন সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে এটি হবে তারেক রহমানের প্রথম বৈঠক।
এদিকে, নতুন একটি রাজনৈতিক দল—ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)—১২ দলীয় জোটে যুক্ত হতে যাচ্ছে। এর আগে ২১ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণের কারণে জোট থেকে অব্যাহতি দেওয়া হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)কে।
ইউএলপির আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশ লেবার পার্টির সাবেক নেতা আমিনুল ইসলাম নতুন দল গঠন করেছেন ইউএলপি নামে, যার ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/