রাজস্থানের ঝুনঝুনু জেলায় হাড়-হিম কাণ্ড। ২ ও ৩ অগাস্ট, মাত্র দু'দিনে এক ব্যক্তি ২৫টিরও বেশি কুকুরকে গুলি করে হত্যা করেছে। যা জানাজানি হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত- ডুমরার বাসিন্দা শেওচাঁদ বাভারিয়া, গ্রামে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি পথ-কুকুরদের দেখামাত্রই গুলি করেন। সেই ভয়াবহ দৃশ্যের ক্লিপ ভাইরাল হয়েছে। কুকুরপ্রেমীরা যা দেখে চরম আতঙ্কিত।
ভাইরাল ফুটেজে, রক্তাক্ত কুকুরদের মৃতদেহ গ্রামের রাস্তা এবং মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। যা গ্রামবাসী এবং পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। দৃশ্যত আতঙ্কিত এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া কুকুরগুলি নৃশংস এক কাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা ওই অঞ্চলকে নাড়া দিয়েছে।
দুমরার বাসিন্দা, অভিযুক্ত শেওচাঁদ বাভারিয়া গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন, ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, তিনি পথ-কুকুরদের প্রথমে তাড়া করছেন, পরে তাদের গুলি করে মারছে।
এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দু'জন ব্যক্তি রাইফেল দিয়ে পথ-কুকুরদের তাড়া করে গুলি করছে, যার ফলে তাদের রক্তাক্ত দেহ গ্রামের রাস্তায় এবং মাঠে লুটিয়ে পড়ছে।
ফুটেজে আংশিকভাবে দেখা যাচ্ছে, একটি পৃথক মোটরসাইকেলে সওয়ারী তৃতীয় ব্যক্তি, দু'জনের পিছনে পিছনে দাঁড়িয়ে ঘটনাটি রেকর্ড করছে।তবে অনেকে মন্তব্য করছে ভাইরাল হতেই এই ব্যক্তি এমন অপরাধ করছেন। তবে এতে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/