জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বৃহস্পতিবারের খেলায় জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করেছে।
তাদের প্রতিদ্বন্দ্বি আক্কেলপুর উপজেলা ফুটবল একাদশকে ১-০গোলে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, সাজজাদ হোসেন প্রমুখ।
এ টুর্নামেন্টের আগামী ৮ তারিখ ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়পুরহাট সদর উপজেলা বনাম পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে।
উল্লেখ্য, এ ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/