ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ভারত থেকে চোরাই পথে আসা পশু ও পণ্য আটক করতে গিয়ে চোরাকারবারীদের হামলার শিকার হয়েছেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত এক চোরাকারবারীকে আটক করেছে। অভিযানকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের গরু ও মহিষ আটক করেছে বিজিবি।
আটক চোরাকারবারী দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আরমান আলী।
বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা সীমান্ত ফাঁড়ির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় দোয়ারাবাজার থানার তেরাপুর গ্রাম এলাকায় সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর হামলায় চালায়।
এতে বিজিবির এক সদস্য আহত হন। অভিযানকালে অন্তত ২ কোটি টাকা মূল্যের গরু ও মহিষ আটক করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মহিষ ও গরু জব্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/