শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ঢাকার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৮ আগস্ট (শুক্রবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন কিচক প্রেসক্লাবের আয়োজনে শিবগঞ্জে কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিচক প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কিচক বন্দরের মোকামতলা জয়পুরহাট মহাসড়কে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে কিচক প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।তিনি বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের চাঁদাবাজির ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশ করায় প্রকাশ্যে হত্যার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক ৩০ দিনের মধ্যে বিচারের দাবি জানায় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসন ব্যর্থতার প্রমাণ দিয়েছে।
অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ গোলজার রহমান, এশিয়ান টিভির সাংবাদিক সাজু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,ইসমাইল হোসেন, আসাদুল্লাহ আসাদ,আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, সাংবাদিক শাহজাহান আলী,আব্দুর গফুর, মিজানুর রহমান মিজান, আবুল খায়ের, জহুরুল ইসলাম সৈকত,রাব্বি হাসান সুমন,সিরাজুল ইসলাম, মহসিন আলী,হাসান মাহমুদ,রাকিবুল হাসান রাকিব, রুহুল আমিন,তৌহিদ হাসান প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/