শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর।
১০ আগস্ট (রোববার) সকাল থেকে দুপুর পযন্ত বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ বাঙালি নদীর রঙ্গিলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে মোট ১৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান। সহযোগিতা করেন শাজাহানপুর থানার এসআই ইয়াসিন আলী ও সঙ্গীয় ফোর্স, ভিবিডি বগুড়ার স্বেচ্ছাসেবক ফাহিম আলম, মোহতাসিম রহমান, মাইশা আফরোজ, সাদিয়া আফরিন জ্যোতি এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা।
শাজাহানপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/