মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি : গাজীপুরের চন্দ্রা চৌরাস্তায় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার -সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন সারিয়াকান্দি উপজেলার সকল সাংবাদিকরা।
রবিবার ১০ আগস্ট সকাল ১১ টায় সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মেইন রোডে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন রুবেল, শাহাদাত জামান, শাহিন আলম, ফজলুর রহমান, মুক্তি মন্ডল,মিজানুর রহমান মিলন, মামুন আব্দুল কাইয়ুম, ফরহাদ হোসের, রাসেদ মন্ডল, জাফরুল সাদিক, সনি, বিপ্লব মন্ডল, মনজুরুল আলম মঞ্জু, ও এম কে হীরা মানিক সহ সকল সাংবাদিকবৃন্দ, এতে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা অনেক দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা কামনা করে, আর যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান।
পরবর্তীতে একই দিনে রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের আয়োজনে সিনিয়র সাংবাদিদের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনে আবার কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক রহিদুল রহমান মিলন,রাশেদ,সাদিক, আমিনুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সাহাদত জামান, হারুনুর রশীদ হারুন,পাভেল, মুজাহিদুল ইসলাম পলাশ, তারা বক্তবে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/