তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যােগে শিক্ষার্থী সহ অন্যান্যদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন খালে একটি পোল মাংকি ব্রীজ তৈরি করা হয়।
আজ সোমবার (১১ আগস্ট) রোভার অনিক কুমার সাহার (সভাপতি, রোভার ইন-কাউন্সিল) তত্ত্বাবধানে একটি দল ভোর ৬:০০ টা থেকে ব্রীজ তৈরির কাজ শুরু হয় এবং সকাল ৯:০০ টায় নির্মান কাজ শেষ।
এ সময় উপস্থিত ছিলেন মো:মজনুর রশিদ, সম্পাদক গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ এবং সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ। আরও উপস্থিত ছিলেন জনাব তৌফিক এলাহি।
পোল মাংকি ব্রীজ টি উদ্বোধন করেন মো:মজনুর রশিদ(সম্পাদক গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ এবং সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ।
এসময় তিনি বলেন,"স্কাউট তথা রোভার স্কাউট হলো একটি আন্দোলন যা কিশোর কিশোরীদের শারিরীক, মানসিক, বুদ্ধিবৃত্তিক সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহযোগিতা করে এবং স্কাউটরা মুক্তাঙ্গনে কাজের মাধ্যমে বিভিন্ন দিকে পারদর্শিকতা লাভ করে।
এক্ষেত্রে সমাজ সেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
রোভার অনিক কুমার সাহা বলেন," স্কাউটিং মূলত তিন ধরনের কার্যক্রমে যুক্ত রয়েছে একাডেমিক, ব্যবহারিক এবং সামাজিক কার্যক্রম।
ব্যবহারিক দক্ষতার মাধ্যমে একজন রোভার স্কাউট দক্ষ এবং কর্মঠ হয়ে উঠে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে।"
উল্লেখ্য,পোল মাংকি ব্রীজ সাধারণত স্কাউটদের একটি পাইওনিয়ারিং প্রজেক্ট যা বাঁশ দ্বারা নির্মিত এবং বিভিন্ন ল্যাশিং ব্যবহার করা হয় যেমন ডায়াগোনাল ল্যাশিং,স্কয়ার ল্যাশিং,ফিগার অব এইট,পোল এন্ড সেম্বার ল্যাশিং।এটি সাধারণত খাল বিল পারাপারের জন্য ব্যবহৃত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/