শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোঃ সোহান (২৮) নামের এক মাকদ ব্যবসায়ীর পেটের ভেতর থেকে থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মাদককারবারি মোঃ সোহানের পেটে আরও ২৫০ পিস ইয়াবা আছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে শাজাহানপুরের ১৩ আগস্ট(বুধবার) বগুড়া জেলা শহরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। রাতে ডিবির ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোহান গাবতলীর বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা গিলে এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।
গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানী বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেন, তিনি ৮টি পুটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা গিলে এনেছেন।
পরে মোহাম্মদ আলী হাসপাতালে এক্সরে করে পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকের সহায়তায় তিনটি পুটলি বের করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, বাকি ইয়াবা উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/