ঢাকার অভ্যন্তরীণ এলাকাগুলোতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে দীর্ঘ সময় গ্যাস থাকবে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য চলমান প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন সরানোর কাজ করা হবে।
এ কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত- মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নিচের এলাকাগুলোতে- চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। এই সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প- সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
তিতাস আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ না থাকলেও ডিএনডি বাঁধ সংলগ্ন অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/