শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আলোচিত ক্যাডার হত্যাসহ ১০ মামলার আসামী শাকিল মাহমুদ ওরফে শাকিল (৪২)-কে গ্রেফতার করা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছেন।
১৩ আগস্ট (বুধবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল মাহমুদ ওরফে শাকিল বগুড়ার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের বাসিন্দা ও আব্দুল জলিল কেরানীর ছেলে।
পুলিশ জানায়, তিনি ১০(দশ) মামলার আসামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল মাহমুদকে আটক করা হয়।
তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মোট ১০টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাকিলকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/