শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলাধীন শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পশ্চিমপাড়া, রহমতপুর ও রহমতপুর পূর্বপাড়া এলাকার প্রায় ১ হাজার পরিবার দীর্ঘ চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
পানি নিস্কাশনের দাবিতে এলাকাবাসী হাঁটুপানিতে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
১৫ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টার দিকে বগুড়ার শেরপুর উপজেলাধীন শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের সর্বস্থরের মানুষ হাঁটুপানিতে নেমে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এতে স্থানীয়ব্যাক্তি আলতাফ হোসেন, জালাল উদ্দিন, আব্দুল লতিফ, লিটন, সোহাগ, উজ্জ্বল, আসাদুল, সানোয়ার হোসেন, স্বপন, সেলিনা, আফরোজাসহ অনেকে অভিযোগ করে বলেন পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার শুরু থেকে সব রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে।
এতে শিশুদের স্কুল যাতায়াতে সমস্যা, মসজিদে নামাজ আদায়ে বাধা, এমনকি বহু মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। অসুস্থ রোগীদেরও সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
বর্ষা মৌসুমের শুরু থেকেই রাস্তাঘাট, এমনকি অনেকের ঘরবাড়িও পানিতে তলিয়ে আছে।
টিউবওয়েল, রান্নাঘরসহ দৈনন্দিন প্রয়োজনীয় স্থান ডুবে থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, এবার বেশি বৃষ্টিপাত হয়েছে।
পানি নিস্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ জরুরি। আমরা ইতিমধ্যে জরিপ করেছি, দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/