তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজা ,আলোচনা সভা ও শোভাযাত্রা সহ বর্ণিল আয়োজনে সনাতন শিক্ষার্থীরা শ্রীকৃঞ্চের ৫২৫২ তম আর্বিভাব তিথি উদযাপন করেছে।
আজ ১৬ আগস্ট (শনিবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় আনুষ্ঠানিকতা শুরু হয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছে।
অনুষ্ঠানে শাস্ত্রীয় প্রবচন প্রদান করেছেন-পন্ডিত শ্রীমদ্ স্বরূপ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ রাধাকুন্ড শ্রীধাম বৃন্দাবন ও শ্রী দীপংকর সিংহ দীপ ব্যাকরণ-বেদান্ত স্মৃতি-পৌরোহিত্যতীর্থ শিক্ষা ও শাস্ত্রার্থ সমন্বয়ক, বাংলাদেশ অগ্নিবীর।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক হিমেল,সদস্য সচিব শামসুল আরেফন,ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান,জবি বাগছাসের সদস্য সচিব শাহীন মিয়া,রূপ কুমার সরকার সহ অনেকেই।
ছাত্রদলের আহ্বায়ক হিমেল জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে জানান,“পূর্বে ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপসংস্কৃতি,ধর্মীয় কোন্দল ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে এর অবসান হয়েছে।তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীবান্ধব।”
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এই তিথিতে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/