ফুটবল মানেই আবেগ, জয়-পরাজয়ের উচ্ছ্বাস আর কান্না। কিন্তু সান্তোসের হয়ে মাঠে নামা নেইমারের জন্য গত রাতটা যেন দুঃস্বপ্ন হয়ে এল। ব্রাজিলিয়ান সেরি’আ লিগে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের ভরাডুবি কেবল সমর্থকদের নয়, নেইমারের নিজের হৃদয়েও রক্তক্ষরণ ঘটিয়েছে।
২০১৪ বিশ্বকাপের ৭-১ গোলের লজ্জাজনক পরাজয় তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে দেখেছিলেন। তবে এবার সবার চোখের সামনে মাঠে থেকেও ক্লাবের ভয়াবহ ধস প্রত্যক্ষ করতে হলো ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। খেলার শেষ বাঁশি বাজার আগেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থ কিংবা স্টাফ কেউই সেই অশ্রু থামাতে পারেননি।
ভাস্কোর গোল উৎসব শুরু হয় ১৮ মিনিটে লুকাস পিটনের গোলে। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে যেন ঝড় বইয়ে দেয় ভাস্কো। একে একে ডেভিড, কোতিনহো, রায়ান রোচা ও দানিলো নেভেস মিলে গোলের বন্যা বইয়ে দেন। নেইমারের সাবেক সতীর্থ ফিলিপে কোতিনহো দুইবার বল জালে পাঠিয়ে পুরনো বন্ধুর বেদনা আরও গভীর করেন। শেষ পর্যন্ত স্কোরলাইন থামে ৬-০ তে। যা সাম্প্রতিক সময়ে সান্তোসের সবচেয়ে লজ্জাজনক হারের একটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/