শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাস্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ইংরেজী বিভাগ জয়লাভ করে। কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি তামিম হাসান সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক এবং বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী আ.স.ম আব্দুল মালেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আকিদুল ইসলাম, প্রভাষক তানিয়া তাবাসসুম, প্রভাষক ফাহমিদা রোজানা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মাসুদ ইকবাল, প্রভাষক সোহরাব হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের প্রধান রফিকুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ইংরেজি বিভাগকে ১টি খাসি ও ট্রফি এবং রানার্সআপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২টি রাজহাঁস ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া ৩য় স্থান অর্জনকারী দর্শন বিভাগকে ১টি রাজহাঁস প্রদান করা হয়।
খেলায় ৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি রেখেই ২ উইকেটে বিজয়ী হন ইংরেজি বিভাগ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/