শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ সরকারি সিদ্ধান্তে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তর সিদ্ধান্ত,ইউনিয়ন পরিষদেই ভূমি অফিস রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১৯আগস্ট (মঙ্গলবার) দুপুরে বগুড়া শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক নারী পুরুষের দাবি করেন,পূর্বের মতোই ইউনিয়ন পরিষদ ভবনেই ভূমি অফিস রাখতে হবে।
এছাড়া ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদের সংলগ্ন থাকার কারণে তাদের খাজনা দেয়া, জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাগজ উত্তলন সংশোধন সহ যাবতীয় কাজ অতি দ্রুত করা সম্ভব হয়।
ভূমি অফিস যে স্থানে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি ইউনিয়নের ঠিক পশ্চিম সীমান্তে অবস্থিত। ফলে ইউনিয়নের ৮টি ওয়ার্ডের মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
তাদের দাবি নতুন ভূমি অফিস নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে ইউনিয়ন পরিষদের সাথেই অথবা ইউনিয়ন পরিষদের জমিতেই করা হোক।
আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল জানান, বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের স্বার্থে সরকারের উচিত তাদের দাবি মেনে নিয়ে ইউনিয়ন পরিষদের ভূমি অফিস রাখার ব্যবস্থা করা।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস জানান, আমরা যাচাই বাছাই করে দেখবো।
জনগণের দাবির যদি যৌক্তিকতা থাকে তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে সুপারিশ করব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/