সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবিতে মনিরুল ইসলাম (২৮) নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মনিরুল ইসলাম (২৮) ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, মনিরুল তার বাবা, ছেলে মাসুম ও এক ভাগনেকে নিয়ে নৌকাযোগে পাশের গ্রামের একটি রাইস মিলে ধান নিয়ে যাচ্ছিলেন।
পথে চিনিধুকুরিয়া বিলের মাঝখানে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চারজনই পানিতে তলিয়ে যান।
নৌকা ডুবে যাওয়ার পর মনিরুল তার ছেলে মাসুমকে দুই হাত দিয়ে পানির উপরে তুলে ধরে রাখেন। এতে ছেলে মাসুম বেঁচে গেলেও তিনি নিজে পানিতে ডুবে যান।
পরে এলাকাবাসী তাৎক্ষণিক ছুটে এসে তিনজনকে জীবিত উদ্ধার করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান জানান, নৌকা ডুবে যাওয়ার সময় নিহত মনিরুল তার সন্তান মাসুমকে বাঁচাতে গিয়েই পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/