আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী জোট' ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ২৫ সদস্য বিশিষ্ট জোটে শিবিরের পদধারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির পাশাপাশি জুলাই যোদ্ধা, দৃষ্টি প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি রয়েছে।
জোটে সহসভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও বিএনসিসি জাবি প্লাটুনের সিইউও এবং ইনচার্জ মাজহারুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক (এজিএস) ছাত্র পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও জাবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ফিরদৌস আল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক (এজিএস) ছাত্রী পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও জাবি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল তরীর সভাপতি সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও জাবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং জুলাই আন্দোলনে জাবির সাবেক সহসমন্বয়ক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার াইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক শাহরিয়ার, সহসাংস্কৃতিক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে আহত এবং স্বেচ্ছাসেবী সংগঠন তরির যুগ্মসাধারণ সম্পাদক রায়হান উদ্দিন,
নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও বিএনসিসি জাবি প্লাটুনের সাবেক ইনচার্জ শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া সম্পাদক ছাত্র পদে মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মাহাদী হাসান, সহক্রীড়া সম্পাদক ছাত্রী পদে গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও বিএনসিসি জাবি প্লাটুনের সাবেক কো-ইনচার্জ লুবনা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ফার্মেসি ৪৮ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক পদে রসায়ন বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও জাবি রোটারেক্ট ক্লাবের সাবেক সহসভাপতি হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন ছাত্র পদে ৪৮ ব্যাচের তৌহিদ, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন ছাত্রী পদে ফার্মেসি ৫০ ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও সিওয়াইবি জাবির সাধারণ সম্পাদক হোসনে মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক চাই জাবির আহ্বায়ক এবং পরিবেশ ফোরাম জাবির সহসভাপতি তানভীর, ৩ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য (ছাত্র) পদে পদার্থবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আবু তালহা, ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাফেজ তরিকুল ও ৫৩ ব্যাচের শিক্ষার্থী (দৃষ্টি প্রতিবন্ধী) মহসিন এবং ৩ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য (ছাত্রী) পদে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ও কোরআন এন্ড কালচারাল ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ফাবলিহা জাহান, আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও জাবি রোভার স্কাউট সদস্য নুসরাত জাহান এবং ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী নাবিলা বিনতে হারুনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
জোটের প্রার্থী ঘোষণা শেষে জাবি ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, "আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটে জুলাই যোদ্ধা, নারী ও আহত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন মত, পথ, চিন্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি রয়েছে।
আমাদের জোট জয়লাভ করলে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস সংরক্ষণ করবে, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ বৃদ্ধি করবে, আবাসিক হলের মানোন্নয়ন, প্রাণ প্রকৃতি রক্ষায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও পরিবহণ উন্নয়নে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদীরা শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠকে ভয় পেত তাই ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল।
আমরা সকল ঘরনার শিক্ষার্থী মিলে এই 'সমন্বিত শিক্ষার্থী জোট' থেকে ঘোষণা দিচ্ছি, আমরা সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, আমরা সকল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা যা বলতে চাই, তাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই এবং তা কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। আশাবাদ রাখছি আমরা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারব, তাদের সমর্থনের দ্বারা একটি সুন্দর ক্যাম্পাস ও বাংলাদেশ গঠন করে তাদের পাশে দাঁড়াতে পারব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/