আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। সকল প্রক্রিয়া শেষে আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ফলে শিক্ষার্থীদের অপূর্ণ আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে এমন আশা সাধারণ শিক্ষার্থীদের। ক্যাম্পাসে কি কি গুণগত পরিবর্তন করা যায়,এ নিয়ে সর্বত্র চলছে নানা জল্পনা-কল্পনা।
অনেকদিন পর জাকসু হওয়ায় এটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাও বৃহৎ পরিসরে।
ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ রাজনৈতিক ধারার সূচনা হউক
সেজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগ
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে মুখিয়ে আছে।
জাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একজন যোগ্য প্রতিনিধি পাবে, যার মাধ্যমে তারা প্রশাসনের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে এবং আদায় করতে পারবে।
এর পাশাপাশি, হল সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের হলের সমস্যা সমাধানের জন্যেও কাজ করতে পারবে। আমরা আশাবাদী, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ রাজনৈতিক ধারার সূচনা হবে।
সব মিলিয়ে, ক্যাম্পাসে নতুন কিছু ঘটতে চলেছে। এই নির্বাচন ঘিরে আমরা সবাই দারুণ উচ্ছ্বসিত।
দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার প্রমাণস্বরূপ একটি সুষ্ঠু ও সুন্দর জাকসু চাই জুনায়েদ হোসাইন, দর্শন বিভাগ
সব শঙ্কা কাটিয়ে উঠে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; এটা ভাবতেই শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে।
ক্লাস-পরীক্ষা অন্যান্য কাজ শেষেও চায়ের ধোঁয়াতে বা গল্প-আড্ডার আসরে প্রাধান্য পাচ্ছে জাকসুর আলোচনা, হিসাবনিকাশ।
সব শঙ্কাকে জয় করে একটি সুষ্ঠু ও অপ্রীতিকর ঘটনাবিহীন জাকসু নির্বাচন দেখার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি।
রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণই পারে একটি সুষ্ঠু ও সুন্দর জাকসু। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এবং জাতীয় নির্বাচনের আগে দেশের নির্বাচনী ব্যবস্থার সচ্ছমতার প্রমাণস্বরূপ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন কামনা করি।
লেজুরবৃত্তির অন্ধ আনুগত্য থেকে দূরে থাকতে হবে
সুমাইয়া আক্তার হীয়া, প্রত্নতত্ত্ব বিভাগ
বিশ্ববিদ্যালয় কেবল বিদ্যার অনুশীলনশালা নয় বরং সমাজ পরিবর্তনেরও পরীক্ষাগার। এখানে শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্র ও সমাজকে বিনির্মাণের নকশা আঁকে।
জাকসু হলো শিক্ষার্থীদের সমষ্টিগত কণ্ঠস্বর, তাদের ন্যায়সংগত দাবি ও স্বপ্নের প্রতিফলন। ছাত্ররাজনীতির মূল লক্ষ্য যদি শিক্ষার্থীর কল্যাণ হয়, তবে তাকে মুক্ত থাকতে হবে লেজুরবৃত্তির অন্ধ আনুগত্য থেকে।
প্রত্যাশা করি, জাকসু হবে সেই স্বাধীন মঞ্চ, যেখানে শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থই হবে রাজনীতির একমাত্র মানদণ্ড।
গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম হোক জাকসু
কাওসার আহমেদ, আইন ও বিচার বিভাগ
একটা গনতান্ত্রিক রাষ্ট্রে যেমন শুধু একক দল নিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না তেমনি বিশ্ববিদ্যালয়েগুলোও তাদের কার্য পরিচালনা এককভাবে করে না।
এখানে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া তুলে ধরতে প্রতিনিধি হিসেবে থাকে কেন্দ্রীয় ছাত্র সংসদ।
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আমরা আশা করি গনতান্ত্রিক চর্চার অন্যতম মাধ্যম হিসেবে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ভোটের অধিকার রক্ষা করবে এবং নেতৃত্ব দান,সমাজ গড়ার প্রথম পদক্ষেপ,দাবী আদায়ের মাধ্যম হিসেবে আবির্ভূত হবে আমাদের মাঝে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/