মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘‘আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশ চাই। কিন্তু বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে৷’’ আপনারা যারা বিতর্ক করতে ভালোবাসেন তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করেন।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, আপনারা যারা সংস্কৃতির চর্চা করেন, তারা কেমন করে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেওয়া যায় সেটির চেষ্টা করবেন৷
প্রকৃতিক সম্পদ ধ্বংস করে কোন মেঘা প্রজেক্ট নয় এটিও বির্তক যারা করেন তাদের তুলে ধরা দরকার। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটবো না এগুলো বির্তকে নিয়ে আসতে হবে৷
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা৷
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/