শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা রেজাবানুল হক রাজুসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে বগুড়া সদর ও কাহালু থানায়,পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া জেলা শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠ এলাকরা মামুন শেখ (২৫) ও নোমান ইবনে সাঈদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজাবানুল হক রাজু(২৯)। রাজু কাহালু পৌরসভার সারাই মহল্লার বাসিন্দা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাসান বাসির এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন,গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এ তিনজন পালাতক ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/