সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
অভিযুক্ত স্বামী ইব্রাহিম হোসেন (৪৭)কে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত রঞ্জনা খাতুন (৩৮) ছিলেন তার স্ত্রী।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম হোসেন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে থানায় দেন।
পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, 'নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/