আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: রেল লাইনের ভিতরে শান্তির ঘুমের মধ্যেই ট্রেনে কাঁটা পরে মারা গেছেন অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধি যুবক। তার বয়স ৩৫ বছর হবে।
নিহতের ডান হাতে লোহা ও প্লাটিকের বালা পড়া ছিলো। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার প্রত্যুশে (ভোর সাড়ে ৫টার পর) কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের পূর্ব পাশের শোমসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধুসুন্ডা গ্রামের মধ্যে রেল লাইনের ভিতরে মৃতদেহ দেখতে পায় পথচারিরা।
তারা ৯৯৯ নম্বরে কল করলে বেলা সাড়ে ১০টার দিকে রেল পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। খোকসা রেল স্টেশনের স্টেশন মাষ্টার সুজন কুমার রেল লাইনের ভিতরে অজ্ঞাত যুবকের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানন, সকাল ৮টায় অফিসে এসে রেলের ভিতরে লাশ পাওয়ার বিষয়ে জানতে পারেন। তিনি পোড়াদহ রেল পুলিশকে অজ্ঞাত লাশের বিষয়ে জানান। বিস্তারিত রেল পুলিশ বলতে পারবে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশি কাঁথা কমিউটার ট্রেনটি ভোর ৫টা২৫ মিনিটের দিকে ঘটনা স্থল পার হয়।
এরপর পথচারিরা দুই রেলের মাঝে গর্দান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের মুতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে।
বেলা বাড়ার সাথে সাথে মৃতদেহ দেখতে উৎসুক নারী পুরুষের ভীড় বাড়তে থাকে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
উপজেলা কৃষক দলের সভাপতি রফিক মন্ডল জানান, নিহত ব্যক্তি রাতে হয়তো রেলের মধ্যে ঘুমিয়ে ছিলো। তার পাশে একটি মশা তারানোর কয়েলের স্ট্যান্ড পাওয়া গেছে।
তিনি আর জানান, আগের দিন ওই যুবককে স্থানীয়দের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে খাবার কিনে খেতে দেখা গেছে।
পোড়াদহ রেলওয়ে থানার সাব ইনেসপেক্টর (এসআই) নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে লোক মারফতে খবর পেয়ে রেল লাইনের ভিতর থেকে ৩৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছেন।
মৃতদেহটি খোকসা রেল স্টেশনের পূর্ব দিকের ধুসুন্ডাগ্রাম ও নকশা পাড়া ব্রিজের মধ্যবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়।
ভোর ৫টার দিকে নকশি কাঁথা কমিউটার ট্রেনে কাট পরে সে মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত হতে পারেন নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/