আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
২৬ আগস্ট ২০২৫,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (Centre on Migration, Policy and Society)’- তে আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করবেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত।
এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে আরও বৃদ্ধি করবে।
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় অধ্যাপক ইসলামের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন’।
অক্সফোর্ডে অবস্থানকালে অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম কমনওয়েলথ সেক্রেটারিয়েট লোকাল গভর্নমেন্ট ফোরামের একটি প্ল্যানারি সেশনে বাংলাদেশের স্থানীয় সরকার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করবেন।
এখানে বাংলাদেশ বংশোদ্ভূত সিটি কাউন্সিলর ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও, অক্সফোর্ডে অবস্থানকালে তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক ইসলাম অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুনামের সাথে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/