আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলাপ্রতিনিধি: নওগাঁর মান্দায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ এন্ড লাইভ্ লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর আয়োজনে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এসডিএফ নওগাঁ জেলার ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাঃ আনোয়ারুল ইসলাম,বিশেষ অতিথি জনাব খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।জেলা কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,ডাঃ শেফা সরকার, মোঃ মাঈদুল ইসলাম, মোছাঃ ববিতা খাতুন, ক্লাস্টার অফিসার জনাব আব্দুল হান্নান ও মো: সুমন মন্ডল, ক্লাস্টার ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য ও পুষ্টি) মোঃ শাহাদাৎ হোসেন ও মোঃ আবু সাঈদ স্টেকহোল্ডার কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, পঃপঃ পরিদর্শক শরীফ উদ্দিন রুবেল, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী
সাংবাদিকসহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও
মান্দা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফের) সুবিধাভোগীরা।
কর্মশালায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এস,ডি,এফ) সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন।
তাদের মিশন হলো সমন্বিত কর্মসূচির সহায়তায় দারিদ্র বিমোচনের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।
উল্লেখ্য এরই মধ্যে মান্দা উপজেলায় ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামে ৭হাজার ৯ শত ৪০ জন উপকারভোগী রয়েছে।
কর্মশালায় বক্তারা গর্ভবতী নারীর স্বাস্থ্য, পুষ্টি ও নরমাল ডেলিভারী তে স্বাস্থ্যকর্মীদের যথাযথ চেষ্টা অব্যাহত রাখা ও সবাইকে গর্ভবতী মায়েদের বিভিন্ন বিষয়ে দেখভাল করার লক্ষে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/