মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় উত্তর হিন্দুকান্দি কবরস্থানের পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ড (পাউবো'র) প্রায় ১৫ বিঘা অধিগ্রহণকৃত জমি দখল করে নিলেন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম।
তিনি ৬ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রাং এর ছেলে। সে অবৈধভাবে খাস জমিতে খুঁটি বসিয়ে চার পাশে তারকাটা ঘিরে দিয়ে কলা গাছের চারা রোপণ করে ব্যবসা করার উদ্দেশ্যে দখল করে।
এই খাস সম্পত্তি দখলে রেখে ভবিষ্যতে সেখানে স্থায়ী কাজ করার গুঞ্জন উঠেছে স্থানীয় জন সাধারণের মাঝে।
এই খাস সম্পত্তি কেউ যেনো অবৈধভাবে দখলে নিতে না পারে এবং পানি উন্নয়ন বোর্ডের অধীনে যেনো খাস সম্পত্তি থাকে যার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন পৌর বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ছিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী। যুবলীগ নেতা উল্লিখিত সম্পত্তি অবৈধ ভাবে দখলে নেওয়ায় এই সম্পত্তি রক্ষার্থে অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে অভিযোগকারী বিএনপি নেতা দেলোয়ার হোসেন ঝন্টু বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাছাড়াও আমার বাড়ির সামনে এই সম্পত্তি।
বিগত সরকারের সময় এখানে জেলা ও উপজেলা প্রশাসনের অনেকে পরিদর্শনে এসেছিলেন। এখানে উপজেলা ভূমি অফিস ও ডাক বাংলো নির্মাণের কথা জানিয়েছিলেন তা সকলে জানেন।
এই সম্পত্তি আগে পুকুর ছিলো। সেই পুকুর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইজারা নিয়ে মাছ চাষ করা হতো। উপজেলা প্রশাসনের মাধ্যমে এই পুকুর ড্রেজার দিয়ে বালি কেটে ভরাট করা হয়েছে।
সরকারি খাস সম্পত্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে যুবলীগ নেতা দখলে নেয় কেমনে? তাই নিরপেক্ষ তদন্তে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় প্রকৌশলী মো: হুমায়ুন কবির বলেন, এই সম্পত্তি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অধিগ্রহণ করা। এটি কারো ব্যক্তি মালিকানা নয়।
যে কেউ দখলে নিতে পারে না। এই দখল ঠেকাতে আমরা উদ্যোগ নিয়েছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা সেনাবাহিনী ও প্রশাসনকে সাথে নিয়ে অচিরেই দখল মুক্ত করবো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/