বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ম্যাডামকে আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।’
খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন বয়সজনিত রোগে আক্রান্ত তিনি।
এর আগে একাধিকবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/