শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার ডোমনপুকুর নতুনপাড়ার মৃত লাইলী বেগম ও আব্দুর বারীর ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে শাজাহানপুরের মাঝিড়া কাঁচাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়ের হওয়া মামলা নং-০১, তারিখ ১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলাটি ১৮৭৮সালের আর্মস অ্যাক্টের ১৯ A ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং ১৯০৮ সালের এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্টের ৩/৪ ধারায় রুজু করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/