বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের যৌথ ব্রিফিংয়ে বিএসএফ মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী জানান, সীমান্ত অতিক্রমকারীরা স্বেচ্ছায় বাংলাদেশে প্রবেশ করছেন।
তিনি বলেন, “লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি চালায় না।” সম্প্রতি পুশইন ও সীমান্তে হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত সম্মেলনে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে যে, কেউ ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করতে হবে।
এছাড়া, গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে এবং চলতি বছরের কিছু ঘটনার কারণে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে বলে তারা জানিয়েছে।
৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেয়।
বাংলাদেশ দলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের প্রতিনিধিদলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হাইকমিশনের কর্মকর্তারাও ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/