জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ ডাকাত সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের এসআই নবিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন , পঞ্চগড় জেলার বোদা মাড়েয়া সর্দার পাড়া গ্রামের হরেন্দ্রনাথের ছেলে অতুল চন্দ্র রায়(৩৮), একই গ্রামের মুজিব উদ্দিনের ছেলে ভাংগরি ব্যবসায়ী আজিজুল (৫০), দিনাজপুর জেলার বিরল এলাকার রামচন্দ্রপুর গ্রামের খাজিম উদ্দিনের ছেলে মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪০), একই জেলার কোতয়ালী থানা এলাকার রোস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুখুরি ইউনিয়নের পূর্বসুখানপুখুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ ইউনুস (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৬)।
ঠাকুরগাঁও জেলার গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে বিদ্যুতের ট্রান্সফর্মা, পানির পাম্পসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি ও চুরি করে বিক্রী করে আসছিল।
গোয়েন্দা শাখার এসআই মোঃ নবিউল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার তিন জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
গ্রেফতারের পর তাদের তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ব্যবসায়ী গ্রেফতারকৃত আজিজুলের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের এসআই নবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিন জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/