জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনটির উক্ত পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন।
অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় নিউজনেট ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।
এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে ক্রমান্বয়ে পরিচালক হিসেবে স্থানীয় দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশ রবিউল ইসলাম রুবেল, পাক্ষিক ম্যাগাজিন নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ আব্দুল করিম ও দ্য নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সোনালী নিউজ ও RCTV ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক আলোর কন্ঠের স্টাফ রিপোর্টার এম এ সালাম রুবেল, বিডি২৪ ডট কম এর প্রতিনিধি মিনহাজ আলম,দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলার দূত এর ক্রাইম রিপোর্টার এম এ মোমিন, দৈনিক বাংলার আলোর জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রেজা, দৈনিক স্বাধীন ভোর ও বাংলা ৫২ লাইভ নিউজ টিভি এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক দেশবাংলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক রূপালী বাংলাদেশ প্রত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মো: ইলিয়াস আলী, দৈনিক দেশপত্র জেলা প্রতিনিধি মো : মুসা সহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও উক্ত আলোচনা সভায় সংগঠনে জেলায় কর্মরত আরো পাঁচজন নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
তারা হলেন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক, দৈনিক আলোর দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি সোহরাওয়ার্দী খোকন, স্থানীয় পত্রিকা দৈনিক লোকায়ন এর জেলা প্রতিনিধি মো: আব্দুল আওয়াল, দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মো: নাজমুল হোসাইন। দৈনিক ডেল্টা টাইমস'র জেলা প্রতিনিধি আলমগীর হোসেন।
এ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এই সংগঠনটি ২০২০ সাল থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে।
এছাড়াও সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা এ সংগঠনে যুক্ত রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/