শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ কুরআনের দাওয়াত জনগনের মাঝে ছড়িয়ে দিয়ে আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার জন্য আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া -৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
ওয়াজ মাহফিলে আলোচনার সময় শ্রেতাদের কুরআনের জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের।
যেন তারা আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখতে পারে। এজন্য মুফাসসিরদের তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে হবে।
ওয়াজের পাশাপাশি শুধু মসজিদে ইমামতি করলে চলবেনা, আগামী দিনে দেশ চালনার যোগ্যতা অর্জন করতে হবে।
৩০ আগস্ট (শনিবার) দুপুরে নবাববাড়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া শহর শাখার মুফাসসির সমাবেশে আবিদুর রহমান সোহেল প্রধান অতিথির বক্তব্যে তিনিএকথা বলেন।
মাজলিসুল মুফাসসিরিন বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হেদায়েতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওলামা মাশায়েক পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন, সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের আরবী বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান ইউসুফী, ড. মুসা বিন আয়াতুল্লাহ, ড. আব্দুল বারী রশিদী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, মাওলানা আশরাফ বিন মুবারক, মাওলানা আকরাম বিন হামিদ, মাওলানা আজহার আলী, ক্বারী রেজাউল করিম খান, মাওলানা নুর আলম সিদ্দিকি, মাওলানা লুৎফর রহমান, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, ক্বারী এহতেশাম বিল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, মুজাহিদ ইসলাম জিহাদী, সিয়াম হোসেন বাস্তববাদী প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ঘুষ সন্ত্রাস দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী লড়াই করে যাচ্ছে।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/