ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও এবার কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে। নৌ ও বিমানবাহিনী ও এপিবিএন সদস্যরা তাদের সহায়তা করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমরা দোয়া করি।
সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই যোগ্য, উনারা তাদের সমস্যাগুলো ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এসব অস্থিরতার সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ইন্দন আছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।
৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা আছে, কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানান উপদেষ্টা।
এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/