সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) ম্যাচে লিটন দাস টানা দ্বিতীয়বার টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান।
এদিন দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিশ্রাম দিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার তানজিম হাসান সাকিব।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের বড় জয়ে এগিয়ে আছে। আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
এর আগে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে। এবার ডাচদের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্য।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'দউদ, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/