শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম(৭৫) -কে গ্রেফতার করেছে পুলিশ।
০৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বসতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃসাইফুল ইসলাম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
তার বাবার নাম মৃত এলাহী বক্স। তিনি ওই ইউনিয়নের বাগড়া বসতি এলাকার বাসিন্দা।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আত্মগোপনে থাকা অবস্থায় সাইফুল ইসলামকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/