শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিবিধিঃ বগুড়ার শিবগঞ্জে সরকারি খাসপুকুর দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে লীজ গ্রহিতার বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের পীরপুকুর গ্রামে সরকারি খাস ৩ বিঘা পুকুরে ঐ গ্রামের সুমন মিয়া, সাগর, শাহজাহান ও মুসা মিয়া চারজন মিলে বাড়ী নির্মাণ করেছে।
উপজেলা পরিষদ থেকে সরকারি নিয়ম অনুযায়ী গত কয়েক বছর পূর্বে তারা নিজেরা লীজ নিয়ে পুকুরপাড়ে উল্লেখিত ব্যক্তিরা গত ৪০ বছর পূর্ব থেকে কুটরি নির্মাণ করে বসবাস করে আসছে।
সম্প্রতি সময়ে সরকারি খাস পুকুরের মধ্যে কলাম দিয়ে বাড়ি নির্মাণের কাজ করছেন। এব্যাপারে বাড়ী নির্মাণকারী সুমন মিয়া বলেন, আমরা ভূমিহীন হওয়ার কারণে আমার বাবারা গত ৪০ বছর পূর্বে থেকেই সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করেছে।
পুকুরের মধ্যে কলাম দিয়ে বাড়ি নির্মাণের কথা জানতে চাওয়া হলে বলেন পুকুর পাড় বার বার ভেঙ্গে যাওয়ার কারণে আমরা কলাম তুলে বাড়ি নির্মাণ করছি।
আরো বলেন, লীজকৃত পুকুরের মাছ ও লভ্যাংশ ইতিপূর্বে পুকুরপাড়ে অবস্থিত কিচক দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসায় অনুদান দেওয়া হতো।
এব্যাপারে অত্র মাদ্রাসার ক্যাসিয়ার জিন্দা হাসান লিটন বলেন গত ২/৩ বছর যাবত আমাদের মাদ্রাসায় কোন প্রকার অনুদান দেওয়া হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ৩ বিঘা সরকারি পুকুর ১৯৩ দাগে কিচক মৌজায় অবস্থিত।
বর্তমানে পুকুরটি ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জল মহলের তালিকায অন্তর্ভূক্ত রয়েছে। বর্তমানে পুকুরটি ইজারা হয়নি।
তিনি আরো বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। ইউনিয়ন তহসিলদারকে উক্ত নির্মাণ কাজটি বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে।
পুনরায় যদি কলাম দিয়ে নির্মাণ কাজ করতে থাকে। তাহলে প্রয়োজনে ভেঙ্গে দিয়ে দখল মুক্ত করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/