শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা সদর থানাধীন বগুড়া পৌরসভার একসূত্রাপুর মৌজাস্হ নুরানী মোড়ের পাশে এসকে প্রিন্টার্স ছাপাখানায় অভিযান চালিয়ে আজিক বিড়ির নকল লোগো যুক্ত লেভেল ও লেভেল তৈরির ইস্টিলের প্লেটসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, বগুড়া।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সহকারী ব্যাবস্থাপক আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড আঞ্চলিক কার্যালয় হোসেনাবাদ, দৌলতপুর, কুষ্টিয়া হতে সিপিএসপি বগুড়া, র্যাব-১২ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেণ যে, বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভা চকসূত্রাপুর মৌজাস্থ নুরানী মোড়ের পাশে মালিকানাধীন এসকে প্রিন্টার্স ছাপাখানার ভিতর অবৈধ ভাবে আকিজ বিড়ির নকল লেভেল তৈরী করা হচ্ছে।
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া আসামীদের´কে দ্রুত গ্রেফতার করতে এবং বিড়ির নকল লেভেল উদ্ধার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, একই তারিখ বৃহস্পতিবার সন্ধা আনুমান ৭টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভা চকসূত্রাপুর মৌজাস্থ নুরানী মোড়ের পাশে মালিকানাধীন এসকে প্রিন্টার্স ছাপাখানার ভিতর অভিযান পরিচালনা করে এ.কে.এম মোজাহারুল আলম মানিক (৪৬), পিতা-এ.কে.এম আব্দুল আজিজ,সাং-রহমান নগর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, মোঃ আমিনুর ইসলাম দুলু (৫২), পিতা-মৃতঃ আমজাদ হোসেন, সাং-কালশিমাটি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়´কে আকিজ বিড়ির নিজস্ব লোগো যুক্ত লেভেল ৪,৬৬৫ (চার হাজার ছয়শত পঁয়ষট্টি) পাতা, প্রতি পাতায় ১২(বার)টি করে মোট(৪,৬৬৫x১২)= ৫৫,৯৮০(পঞ্চান্ন হাজার নয়শত আশি) টি লেভেল ও আকিজ বিড়ির ০৪ টি, হাসান বিড়ির ০১ টি, মিতা বিড়ির ০২ টি, নাসির বিড়ির ০২ টি, বনানী বিড়ির ০৬ টি, বাদশা বিড়ির ০৫ টি, বাংলা বিড়ির ০৪ টি, মতি বিড়ির ০২ টি, তারা বিড়ির ০১ টি, স্টার বিড়ির ০১ টি, দিলীপ বিড়ির ০৭ টি মোট ৩৫(পয়ত্রিশ) টি লেভেল তৈরীর ইস্টিলের প্লেট এবং ব্যাবসার কাজে ব্যাবহৃত ০১ টি স্মার্ট মোবাইল, ০৩ টি বাটন মোবাইল, ০৭ টি সিম ও নগদ ২৮,৪৮৯/- টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত ০২ জন ও অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানার মামলা নং-১৫ তারিখঃ ০৫/০৯/২৫ ইং ৪৬৫/৪৮৩/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা রুজু করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেূ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়´কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/