জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিভাগ- জেলা ক্রিড়া সংগঠক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে আক্কেলপুর মুজিবুর রহমান কলেজ মাঠে আক্কেলপুর উপজেলা ও জয়পুরহাট জেলা দলের ফুটবল খেলায় ২-১ গোলে আক্কেলপুর উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয় জয়পুরহাট জেলা।
বাংলাদেশ বিভাগ- জেলা ক্রিড়া সংগঠক অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির আহবায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/